মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তৌসিফ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৪:৪১, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:৪২, ২৫ এপ্রিল ২০২২

৬৯৭

হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তৌসিফ

হৃদরোগে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রচন্ড শ্বাসকষ্ট হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই গায়ক। এসব তথ্য নিশ্চিত করেছেন তৌসিফ নিজেই।

তৌসিফ বলেন, হঠাৎ করে বুকে ব্যথা করছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। পরে ইবনে সিনা হাসপাতালে যাই। টেস্ট করে ডাক্তাররা বলেন হার্ট অ্যাটাক হয়েছে। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়াতে জীবন বাঁচছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে এখন ভয়ের কিছু নেই, অনেকটা সুস্থ আছেন তৌসিফ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলেও জানিয়েছেন এই গায়ক।

প্রসঙ্গত, ‘বৃষ্টি ঝরে যায় দু’চোখে সখী গো’ এবং ‘দূরে কোথাও আছি বসে, হাত দুটি দাও বাড়িয়ে’ গান দুটি গেয়ে রাতারাতি তরুণ শ্রোতামহলে পৌঁছে যান গায়ক তৌসিফ আহমেদ। এরপর বেশ কিছু রোমান্টিক-বিরহ মুডের গান দিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি লেখেন, সুর ও সংগীতায়োজন করেন। তবে দীর্ঘদিন ধরেই এই গায়ক রয়েছেন আলোচনার বাইরে।

পাঁচ বছর পর এবার ঈদে আসছে তৌসিফের নতুন গান 'ভালোবাসো কি না'। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank