মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ || ৮ মাঘ ১৪৩১ || ১৯ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বরণ্যে গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২২

১১৬২

বরণ্যে গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

বরেণ্য গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

কাওসার আহমেদ চৌধুরীর ঘনিষ্টজন এরশাদুল হক টিংকা এ তথ্য নিশ্চিত করেছেন।

কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে দুইবার স্ট্রোকও হয় তার।

অসংখ্য কালজয়ী গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’,‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ উল্লেখযোগ্য।

একজন জ্যোতিষী হিসেবেও সমান জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank