করোনার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত লতা মঙ্গেশকর
করোনার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত লতা মঙ্গেশকর
করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । দায়িত্বরত চিকিৎসক প্রতীক সমধানি জানিয়েছেন বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইয়ের মাধ্যমে লতা মঙ্গেশকরের করোনাক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, কিংবদন্তি সংগীতশিল্পীর শরীরে কোভিডের মৃদু উপসর্গ রয়েছে। তে রাখা হয়েছে তাকে। সেখানেই চিকিৎসা চলছে।
মনে করা হয়েছিল, ৯২ বছরে শিল্পীর বয়সের কথা ভেবেই হয়তো তাকে। কিন্তু পরে শোনা যায়, করোনার পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে সুরসম্রাজ্ঞীর। এও শোনা গিয়েছে, কিংবদন্তি শিল্পীর চিকিৎসার জন্য ককটেল থেরাপির কথা ভাবছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, করোনা চিকিৎসায় এই ককটেল থেরাপির ব্যবহার বেড়েছে। কিছুদিন আগে যখন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় করোনাক্রান্ত হন তাকে ক্যাসিরিভিমাব এবং ইমডেভিমাবের মনোক্লোনাল অ্যান্টিবডির ককটেল দেওয়া হয়। করোনাক্রান্ত হওয়ার পর প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসাতেও নাকি ককটেল থেরাপি ব্যবহার করা হয়েছিল। লতা মঙ্গেশকরের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
টুইটারে সুরসম্রাজ্ঞীর দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও এ বিষয়ে খোজ নিয়েছেন বলে সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সুরক্ষার কথা ভেবেই তাকে তে রাখা হয়েছে। জানান, শিল্পীর ভাইঝি রচনা। এমন সময় তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!