গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গীতিকার রাসেল ও’নীলের মৃত্যু |
গীতিকার মেহবুবুল হাসান রাসেল মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তার বাসায় নিজের রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।।
তিনি বলেন, ‘নাখালপাড়ায় তার বাসা। নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বাঁধা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত না। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা ধারণা করছি।’
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইদুর রহমান জানান, রাতের খাবার শেষে নিজের রুমে ঘরে যান রাসেল। পরে রাত ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করলে তিনি দরজা খুলছিলেন না। তখন পুলিশকে খবর দেয়া হয়।
‘দিন বাড়ি যায়’, ‘মনটা তোমার কেনা’সহ অনেক গানের গীতিকারই তিনি। করেছেন সাংবাদিকতা। ছিলেন বিজ্ঞাপনী সংস্থাতেও।
তার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। মেহবুবুল হাসান রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায় মিলে একসময় গান লিখতেন এবং গীতিকার হিসেবে তারা দুজন মিলে ব্যবহার করতেন “রাসেল ও’ নীল” নামটি। পরে রাসেল একাই কাজ শুরু করলেও “রাসেল ও’নীল” নামটি রয়ে যায় তার সঙ্গে।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!