শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অণিমা রায়ের কন্ঠে ‘মেঘ বলেছে যাব যাব’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৩:১৪, ৩ আগস্ট ২০২১

আপডেট: ১৫:২৫, ৩ আগস্ট ২০২১

৬৬৪

অণিমা রায়ের কন্ঠে ‘মেঘ বলেছে যাব যাব’

অণিমা রায়
অণিমা রায়

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের কন্ঠে আসছে ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি। গানটির সঙ্গীতায়োজন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক। তানভীর তারেক এর ‘স্টুডিও কোলাহল’ এ এর অধিকাংশ কম্পোজিশন তৈরি হয়েছে।

গান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘বাইশে শ্রাবণ, বর্ষা আর বিরহ সবমিলিয়ে খুবই সময়োপযোগী এই গান। তানভীরকে বলেছিলাম তার নিজের স্টাইলেই কম্পোজিশনটি করতে। সেভাবেই দারুণ একটি কম্পোজিশন করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্যস্বরূপ এই গানটি আমার শ্রোতাদের জন্য বিশেষ নিবেদন। ধ্রুব দাকে বিশেষভাবে কৃতজ্ঞতা যে, রবীন্দ্র নাথের গানকে তিনি বরাবরই সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’

তানভীর তারেক বলেন, ‘প্রথম বারের মতো অণিমার কোনো গানে কম্পোজিশন করলাম। রবীন্দ্রনাথের গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কঠিন, কারণ হাজার রকম ভাবে দেশে বিদেশে এর কম্পোজিশন হয়ে গেছে। তাই এই গানটি করার সময় কোনো রেফারেন্স কম্পোজিশন ইচ্ছে করেই শুনিনি। এমনিতেই ৭ মাত্রার গান এটি। তাই রিদম প্যাটার্নটা আমাদের জনশ্রুত দাদরা, কাহারবা’র বাইরে। সেভাবে গিটার, পিয়ানো, চেলো, লুপ বীট, তবলা এসবের মিশেলেই গানটি তৈরি করেছি। টানা ১৫ দিন অন্য কোনো গানের কাজ করিনি। তাই শ্রোতারাও আশা করি সেই যত্নের ছাপটি গানে পাবেন। অণিমা’র কন্ঠ এদেশে প্রসিদ্ধ, তাই তা নিয়ে বলার নেই। তবে গানে একটি পিয়ানো সঙ্গত করেছি আমি একটি জায়গায়। ঐ জায়গাটি আমার ভীষণ প্রিয়। ধন্যবাদ ডিএমএসকে এমন একটি কাজে সাপোর্ট দেবার জন্য।’

গানটি বিরুলিয়ার পুনশ্চ হলিডে হোম’ এ ধারণ করা হয়েছে। ভিডিওচিত্র নির্মান করেছে রাজেশ মজুমদার। গিটারে রাজীব হোসেন ও বেস বাজিয়েছেন সোহেল। গানটির বাকি ইন্সট্রুমেন্টসহ মিক্সিং ও মাস্টারিং করেছেন তানভীর তারেক।

৫ আগস্ট সন্ধ্যা ৬ টায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি মুক্তি পাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank