অস্কার ২০২১: ‘নোম্যাডল্যান্ড’ এর জয়জয়কার, ইতিহাস গড়লেন ক্লোয়ি
অস্কার ২০২১: ‘নোম্যাডল্যান্ড’ এর জয়জয়কার, ইতিহাস গড়লেন ক্লোয়ি
বাঁ থেকে অ্যান্থনি হপকিন্স, ক্লোয়ি ঝাও ও ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড |
পর্দা নামলো ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার)। করোনার মাঝে কড়া সতর্কতায় লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আয়োজিত হয় অনুষ্ঠানটি। যেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড অভিনীত ছবি ‘নোম্যাডল্যান্ড’। একই ছবি দিয়ে ইতিহাস গড়েছেন এর পরিচালক ক্লোয়ি ঝাও।
অস্কারের আগেই অবশ্য ধারণা করা হচ্ছিল পুরস্কারটি যাচ্ছে জেসিকা ব্রুডারের ‘নোম্যাডল্যান্ড: সারভাইভিং আমেরিকা ইন দ্য টুইন্টি-ফার্স্ট সেঞ্চুরি’ বই থেকে রুপালি পর্দায় প্রকাশ পাওয়া ছবিটি। কেননা এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কার জিতে এটি।
সেরা চলচ্চিত্র ছাড়াও আরও দুটি বড় পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘নোম্যাডল্যান্ড’। ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন চীনের চলচ্চিত্র নির্মাতা ক্লোয়ি ঝাও, সে সাথে গড়েছেন ইতিহাস। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’-এর জন্য অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগেলো। এছাড়া প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে অস্কার জিতলেন তিনি। চীনের নাগরিক হলেও ঝাও হলিউডে বেশি জনপ্রিয়।
সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন ‘নোম্যাডল্যান্ড’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। এর আগেও তিনি দুইবার অস্কার, দুইবার প্রাইমটাইম এমি পুরস্কার ও একবার টনি পুরস্কারে ভূষিত হন।
এছাড়া সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের জন্য পুরস্কারটি যোগ হয়েছে এই ৮৩ বছর বয়সী অভিনেতার ঝুলিতে। বয়স্ক বাবা ও তার মেয়ের গল্প নিয়ে নির্মিত ছবিটির আইএমডি রেটিং ৮.৩। সেরা অভিনেতা ছাড়াও গল্প থেকে স্ক্রিন প্লে রুপান্তরে সেরার পুরস্কার পেয়েছেন ছবিটির স্ক্রিনপ্লে লেখক ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার।
এদিকে ৯৩ তম অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাবে স্মরণ করা হয়েছে ভারতের প্রয়াত অভিনেতা ইরফান খানকে। এ তালিকায় আরও ছিলেন ভারতের প্রথম অস্কারজয়ী ফ্যাশন ডিজাইনার শৌখিনী ভানু আথাইয়া। বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয় অ্যাকাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে।
একনজরে অস্কার ২০২১-
সেরা চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা পার্শ্ব অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস এন্ড দ্য ব্ল্যাক মাসিয়াহ)
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা পার্শ অভিনেত্রী: ইয়োহ-ঝুং ইয়ন (মিনারি)
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা গল্প: প্রমিজিং ইয়াং ওম্যান (লেখক: এমেরল্ড ফেনেল)
অ্যানিমেটেড ফিচার ফিল্ম: সোল
সেরা ডকুমেন্টারি (ফিচার): মাই অক্টোপাস টিচার
সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): কোলেত্তে
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অ্যানাদার রাউন্ড
সেরা সঙ্গীত: সোল
সেরা গান: ফাইট ফর ইউ
শর্ট ফিল্ম: টু ডিসটেন্ট স্ট্রেঞ্জার
শর্ট ফিল্ম (অ্যানিমেটেড): ইফ অ্যানিথিংস হ্যাপেন্স ইফ আই লাভ ইউ
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!