শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘নাইভস আউট’ সিক্যুয়েলের দাম ৩ হাজার ৪০০ কোটি টাকা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:০৭, ১ এপ্রিল ২০২১

৭৮১

‘নাইভস আউট’ সিক্যুয়েলের দাম ৩ হাজার ৪০০ কোটি টাকা!

চলচ্চিত্র ভক্তদের কাছে গোয়েন্দা গল্প সবসময়ই আকর্ষণীয়। তার উপর যদি নায়ক হয় জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেগ তাহলে তো সোনায় সোহাগা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘নাইভস আউট’ ছবিটির ক্ষেত্রেও ঘটেছে তাই। বুদ্ধিদীপ্ত গল্প দিয়ে তা জায়গা করে নিয়েছে লাখো ভক্তের মনে। 

ভক্তদের জন্য দারুণ খবর হলো নাইভস আউটের সিক্যুয়েল বানাতে চাইছেন পরিচালক রায়ান জনসন, তাও একটি নয়, দুটি!। পরবর্তী কিস্তিতেও প্রাইভেট ডিটেকটিভ হিসেবে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকেই। তারজন্য স্ক্রিপ্ট লেখাও হয়ে গেছে এবং প্রযোজক হিসেবে জনসনের সাথে থাকছেন র‌্যাম বার্গম্যান।   

ছবি নিয়ে ভক্তদের ক্রেজ উপলব্ধি করেই তার সিক্যুয়েল দুটি কিনে নিতে চাইছে ওটিটি প্লাটফর্ম নেটিফ্লক্স। তারজন্য খরচ হচ্ছে ৪০০ মিলিয়ন ডলার, বাংলাদেশের মুদ্রায় দাাঁড়ায় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা! যেটা যে কোন স্ট্রিমিং সাইটের ইতিহাসে সর্ববৃহৎ। 

এফএন নিউজ জানিয়েছে, অ্যাপল এবং অ্যামাজনও নাইভস আউটের সিক্যুয়েল পেতে দর হাঁকিয়েছে, তবে তা নেটফ্লিক্সের ধারে কাছে নয়। 

প্রথম নাইভস আউট ছবিটি মাত্র ৪০ মিলিয়ন ডলার খরচায় বানানো হয় আর তার শুধু বক্স অফিস কালেকশনই ছিল ৩১১ মিলিয়ন ডলার। আর এমন আয় দেখেই হয়তো এইতো অর্থ ঢালতে দ্বিধা করেনি নেটফ্লিক্স! 


  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank