বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ আর নেই

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২১:৪১, ২৪ জুলাই ২০২৪

৯২৩

অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কিন অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ। গত ১৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১।

আমিরিকান গণমাধ্যম ফক্স নিউজকে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তার মুখপাত্র অ্যানি স্পোলিয়ানস্কি। তবে এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। অভিনেত্রীর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় মেডিকেল এক্সামিনারের অফিস বিভাগ।

এক বিবৃতিতে অ্যানি স্পোলিয়ানস্কি বলেন, এস্টা খুবই দয়ালু, প্রেমময়, দানশীল ও যত্নবান ব্যক্তি ছিলেন। সব মানুষ ও প্রাণীদের প্রতি বেশ যত্নশীল ছিলেন তিনি। যে সময় থেকে তার সঙ্গে থেকেছি ও তাকে যতটা জানতে পেরেছি ভীষণ উদার মনের মানষ ছিলেন এস্টা। তার এভাবে চলে যাওয়ায় বিধ্বস্ত আমি।

১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন এস্টা টারব্লাঞ্চ। ১৯৯১ সালে মিস টিন সাউথ আফ্রিকার মুকুট লাভ করেন। এরপর অভিনয়ে অভিষেক হয় তার। এস্টা টারব্লাঞ্চ টেলিভিশন সিরিজ ‘অল মাই চিলড্রেন‘র মাধ্যমে বেশ খ্যাতি লাভ করেছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই থিয়েটারে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank