বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর ৭৭ কোটির বিলাসবহুল বাড়ি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:১৮, ১৮ মার্চ ২০২৪

৪০১

আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর ৭৭ কোটির বিলাসবহুল বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মার্কিন অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়িতে। আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। যদিও সে সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে এখন লন্ডনে রয়েছেন ডেলভিনে। তবে অভিনেত্রীর প্রিয় বাড়িটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শুক্রবার (১৫ই মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসে এই ঘটনাটি ঘটেছে। মাঝরাতেই আগুন লাগে ডেলেভিনের বাড়িতে। ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে এসে পৌঁছান। এদের মধ্যে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। তাদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

২০১৯ সালে বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে। বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা।

অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে। একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’

৩১ বছর বয়সী কারা ডেলেভিনে মডেল হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত। ২০১০ সালের শুরুতে ফ্যাশন মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন কারা। এরপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘সুইসাইড গেম’-এ অভিনয় করেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank