বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৫১, ৩১ ডিসেম্বর ২০২৩

৪৮৯

বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস মারা গেছেন

মারা গেছেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলকিনস। শনিবার (৩০ ডিসেম্বর) ৭৫ বছর বয়সে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর নিউইয়র্ক টাইমসের।

১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্যান বিগিনসে’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে টম সম্ভবত সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি ছবি ‘দ্য ফুল মন্টি’র মাধ্যমে।

২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার নমিনেশন পেয়েছিলেন টম। পরে ২০০৭ সালে ‘মিচেল ক্লেটন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার নমিনেশনও পান তিনি।

২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম। ২০০৮ সালে এমি অ্যাওয়ার্ড পান এইচবিও সিরিজ ‘জন অ্যাডামসে’র বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন চরিত্রের জন্য।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank