বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘লাভ স্টোরি’ অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:৩৭, ৯ ডিসেম্বর ২০২৩

৪৯৫

‘লাভ স্টোরি’ অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন

হলিউডের কিংবদন্তি অভিনেতা রায়ান ও’নিল আর নেই। শুক্রবার (৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, রায়ানের মৃত্যুর কারণ সম্পর্কে তাঁর পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তবে ২০১২ সাল থেকে তিনি প্রোস্ট্যাট ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এর আগে ২০০১ সালে মরণঘাতী লিউকেমিয়ায় আক্রান্ত হন।

মৃত্যুর বিষয়টি ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে প্যাট্রিক। তিনি বলেন, ‘আমার বাবা আজ (শুক্রবার) মৃত্যুবরণ করেছেন। ভালোবাসার মানুষজনরা তাঁর পাশে থেকে তাঁকে সমর্থন জুগিয়েছেন।’

সত্তরের দশকে ‘লাভ স্টোরি’, ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ডক?’, ‘ব্যারি লিন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পান রায়ান ও’নিল। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’র জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি। এছাড়া টেলিভিশনেও স্মরণীয় সব কাজ করেছেন রায়ান।

ইসরায়েল-হামাস ইস্যুতে ক্ষমা চাইলেন জিজি হাদিদইসরায়েল-হামাস ইস্যুতে ক্ষমা চাইলেন জিজি হাদিদ
ব্যক্তিজীবনে দু’বার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন রায়ান ও’নিল। এই দুই সংসারে তাঁর চার সন্তান রয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank