বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:১৪, ৭ অক্টোবর ২০২৩

৬৫০

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল অনেকেই শুয়ে পড়েন ছুরি-কাঁচির নিচে। এই প্রবণতা বিনোদন অঙ্গনের মানুষজনের মধ্যে বেশি দেখা যায়। এবার প্লাস্টিক সার্জারির খেসারত হিসেবে প্রাণ হারালেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি কুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যেগুলো শেষ পর্যন্ত রক্তজমাট বাঁধার দিকে নিয়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অভিনেত্রী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সন্তান ক্লো ও জুলিয়ান তার সঙ্গে ছিলেন।

ডেইলি মেইলের মতে, অভিনেত্রী এবং বিউটি কুইনের মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। জানা গেছে, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।

এর আগে একই কারণে প্রাণ গেছে আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী সিলভিনা লুনার। প্লাস্টিক সার্জারির  পর থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল তার। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। গেল বছর থেকে চরম আকার নেয়। ফলস্বরুপ দুটি কিডনিই বিকল হয়ে যায় তার। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank