শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

থাকছেনা লালগালিচা, ৯৩তম অস্কার অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

বিনোদন ডেস্ক

১১:৩৪, ৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:১৫, ৫ ডিসেম্বর ২০২০

৮২১

থাকছেনা লালগালিচা, ৯৩তম অস্কার অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি

করোর কারণে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার অনুষ্ঠান দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছে, পেছানো হয়েছে ফিচার ফিল্ম জমা দেয়ার তারিখও। তবে এগুলো পুরনো খরব।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি’র সর্বশেষ তথ্যমতে মহামারির কারণে এবার থাকছেনা নকিয়া থিয়েটার হলের লাল গালিচা কিংবা জমকালো লাইটিং। বরং ভিডিও কনফারেন্স অ্যাপ জুমের স্ক্রিনেই দেখা যাবে কার কার ঝুলিতে যাচ্ছে অস্কার। পুরস্কারও দেয়া হবেনা হাতে, কুরিয়ারে পাওয়া পুরস্কার নিজ হাতেই তুলে নিয়ে দেখাতে হবে ভার্চুয়ালি। 

সিনেমা জগতে ডিসেম্বর মাসে থাকে রমরমা পরিবেশ। একদিকে যেমন থাকে চলচ্চিত্র মুক্তির হিড়িক তেমনি সরগরম থাকে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। কারণ বছরের শেষ দিকেই প্রকাশ হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার), গ্র্যামিসহ আরও অনেক নামিদামি পুরস্কারের মনোনায়ন। 

কিন্তু অনেক কিছুই পাল্টে দিয়েছে করোনা। মহামারির কারণে পিছিয়ে দেয়া হয়েছে অনেক ছবি মুক্তির তারিখ। তাই এবার অস্কার দেওয়ার তারিখও দুই মাস পিছিয়ে দেয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারির পরিবর্তে এবার অস্কার দেয়া হবে ২৫ এপ্রিল। পিছিয়ে দেয়া হয়েছে ছবি জমা দেয়ার তারিখও। এবছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছবি জমা দেয়া যাবে। 

রূপালি জগতের অসাধারণ পরিচালক, অভিনেতা, লেখক ও অন্যদের কাজকে সম্মান জানাতে পুরস্কারটি দেয় অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

জমকালো এ অনুষ্ঠান ২০০১ থেকে ২০১২ পর্যন্ত হলিউডের কোডাক তথা ডলবি থিয়েটারে আয়োজন করা হলেও ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে এখন অস্কার প্রদান অনুষ্ঠিত হয়ে আসছে।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রদান স্থগিতের ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলেসে বন্যা, ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং হত্যা ও ১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে গুলি করার পর অস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। সেই সাথে ১৯৩৮ সালে ষষ্ঠ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রদানের আগেও অস্কারের দৌঁড়ে ছবি পাঠানোর জন্য ১২ মাস সময় বাড়িয়ে দেয়া হয়েছিল।

 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank