শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জরিমানা গুনলেন কিম কার্দাশিয়ান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

০০:২৫, ৫ অক্টোবর ২০২২

৭৪৪

জরিমানা গুনলেন কিম কার্দাশিয়ান

জনপ্রিয় অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ডিজিটাল মুদ্রা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি নিয়ে পোস্ট করায় ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা করা হয় এই তারকাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, পরবর্তী তিন বছরের জন্য ডিজিটাল মুদ্রার কোনো প্রচার করবেন না মর্মে সম্মতি জানিয়েছেন কিম কার্দাশিয়ান।

অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, এই বিষয়ে এসইসি’র সঙ্গে আইনি ঝামেলা সমাধান করতে পেরে খুশি কিম কার্দাশিয়ান। প্রথম থেকেই বিষয়টি সমাধানে সংগঠনটিকে সহযোগিতা করছিলেন অভিনেত্রী।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো তারকা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করেন, তাহলে প্রচারের সঙ্গে জানাতে হয় যে প্রচারের জন্য কত অর্থ পেয়েছেন তিনি। সেই অর্থ কিভাবে পেয়েছেন এবং কারা দিয়েছে তাকে। কিন্তু অভিনেত্রী সোশ্যালে প্রচারণা করলেও তার জন্য কী পরিমাণ অর্থ পেয়েছেন তা জানাননি। এ কারণে ঝামেলায় পড়েন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank