শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্দায় ২০২২

২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ২

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৩৪, ১ জানুয়ারি ২০২২

আপডেট: ১৪:৪৩, ২ জানুয়ারি ২০২২

১০২৯

পর্দায় ২০২২

২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ২

২০২১ তো চলে গেল, ২০২২ নিয়ে যত নতুন ভাবনা এখন। সিনেমাপ্রেমীদের জন্য সামনের বছরটা জমে ক্ষীর হবে মনে হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে আরকি। করোনাভাইরাসের কারণে ২০২০-২০২১-এ যেসব সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলোর মুক্তি পিছিয়ে গিয়ে ২০২২-এ এসে ঠেকেছে।

তাই ২০২২ সিনেমা ভক্তদের জন্য স্মরণীয় একটি বছর হিসেবে কাটতে পারে যদি না ভাইরাস আবার বাগড়া না দেয়। 'পর্দায় ২০২২' সিরিজের হলিউড পর্বের ২য় কিস্তিতে জেনে নেওয়া যাক আগামী বছর হলিউডে কী কী সিনেমা আসছে।

তবে বলে রাখা ভালো, সবকিছু নির্ভর করছে করোনাভাইরাসের পরিস্থিতির ওপর। মুক্তি পাওয়ার তারিখগুলো আরও অনেকবার বদলাতে পারে। তবুও একবার চোখ বোলাতে অসুবিধা কী!

আরও পড়ুন: ২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ১

দ্য নর্থম্যান

পরিচালক: রবার্ট এগার্স

চরিত্রায়ন: আলেকজান্ডার স্কার্সগার্ড, অ্যানা টেইলর-জয়, নিকোল কিডম্যান, ইথান হক, উইলেম ডাফো

সম্ভাব্য মুক্তি: এপ্রিল ২২, ২০২২

'দ্য উইচ' ও 'দ্য লাইটহাউজ' খ্যাত পরিচালক রবার্ট এগার্স-এর নতুন রিভেঞ্জ থ্রিলার। এ সিনেমার গল্পে দেখা যাবে একজন ভাইকিং রাজপুত্রকে নিজের পিতৃহত্যার প্রতিশোধ নিতে।

ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস

পরিচালক: স্যাম রাইমি

চরিত্রায়ন: বেনেডিক্ট কাম্বারব্যাচ, এলিজাবেথ ওলসেন, বেনেডিক্ট ওং, চিওটেল এজিওফোর, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস

সম্ভাব্য মুক্তি: মে ৬, ২০২২

২০২২ সালে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স-এর তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তার মধ্যে এটি প্রথম। টিজার থেকে বোঝা যাচ্ছে আরেকটি ব্লকবাস্টার ভক্তদের উপহার দিতে যাচ্ছে মার্ভেল। মার্ভেলের প্রথম ডিজনি+ সিরিজ 'ওয়ান্ডাভিশন' ও অ্যানিমেটেড সিরিজ 'হোয়াট ইফ...?'-এর সাথে গল্পের সম্পর্ক থাকবে এ সিনেমার।

ডিসি লিগ অব সুপার-পেটস

পরিচালক: জ্যারেড স্টার্ন

চরিত্রায়ন: অজানা

সম্ভাব্য মুক্তি: মে ২০, ২০২২

অ্যানিমেটেড এ সিনেমায় সুপারহিরোদের একসঙ্গে অপরাধ ঠেকাতে দেখা যাবে। তবে এ সুপারহিরোরা হচ্ছে কুকুর ও বিড়ালের মতো পোষ্যরা।

টপ গান: মাভেরিক

পরিচালক: জোসেফ কোসিন্সকি

চরিত্রায়ন: টম ক্রুজ, জেনিফার কনলি, জন হ্যাম, ভ্যাল কিলমার, মাইলস টেলার

সম্ভাব্য মুক্তি: মে ২৭, ২০২২

৩০ বছর পর 'টপ গান'-এর সিক্যুয়েল আসছে। কিন্তু টম ক্রুজ এখনো একটুও পাল্টাননি। এ সিনেমায় গুজ-এর ছেলে হিসেবে অভিনয় করতে পারেন মাইলস টেলার। ট্রেইলারে টম ক্রুজকে দেখা গেছে মোটরসাইকেল চালাতে, ভলিবল খেলতে আর জেট ফাইটার নিয়ে দুর্দান্ত সব ম্যানুভার দেখাতে।

জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন

পরিচালক: কলিন ট্রেভোরো

চরিত্রায়ন: ক্রিস প্র্যাট, ব্রাইস ড্যালাস হাওয়ার্ড, স্যাম নেইল, লরা ডার্ন

সম্ভাব্য মুক্তি: জুন ১০, ২০২২

খুব সম্ভবত 'জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম'-এর গল্পের রেশ ধরে এগিয়ে যাবে নতুন সিনেমাটির গল্প। লরা ডার্ন ও স্যাম নেইল, ফ্র্যাঞ্চাইজটির আদি দুই তারকা ফিরে আসছেন 'ডমিনিয়ন'-এ।

আরও পড়ুন: ২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ৩

রটেন টমেটোস অবলম্বনে।

চলবে...

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank