শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

`রাস্ট`-এর দুর্ঘটনায় অ্যালেক বল্ডউইনের নামে মামলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:৫৪, ১১ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:৫৬, ১১ নভেম্বর ২০২১

৫৬৫

`রাস্ট`-এর দুর্ঘটনায় অ্যালেক বল্ডউইনের নামে মামলা

অ্যালেক বল্ডউইন
অ্যালেক বল্ডউইন

অবহেলার অভিযোগ এনে এবার অ্যালেক বল্ডউইন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন 'রাস্ট' সিনেমার প্রধান ইলেক্ট্রিশিয়ান সার্জ ভেটনয়।

ইয়াহু-এর এক খবরে জানা যায়, বল্ডউইনের গুলিতে দুর্ঘটনাবশত সিনেমাটির চিত্রগ্রাহক হালিনা হাচিন্স-এর মৃত্যুর পর 'চরম আবেগজনিত মর্মপীড়া'য় ভুগছেন বলে দাবি করেছেন সার্জ।

লস অ্যাঞ্জেলসের আদালতে বল্ডউইন ছাড়াও সিনেমাটির প্রোডাকশন কোম্পানি 'রাস্ট মুভি প্রোডাকশন এলএলসি'-কেও অভিযুক্ত করেছেন তিনি। এ প্রথমবারের মতো সিনেমার সাথে জড়িত কেউ দুর্ঘটনার বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করল।

বুধবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সার্জ বলেন, 'আমি এখনো বিশ্বাস করতে পারছি না সে (হাচিন্স) আর আমাদের সাথে নেই।' সিনেমার মতো শিল্প সৃষ্টি করার সময় কারও প্রাণ যাওয়ার ঘটনাকে তিনি 'দুঃখজনক' ও 'অবিচার' হিসেবে মন্তব্য করেন। সার্জ জানান, বল্ডউইনের ছোঁড়া গুলিটি হাচিন্স ও পরিচালক জোয়েল সওজাকে আঘাত করার আগে অল্পের জন্য তাকে এড়িয়ে যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank