শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অ্যাস্ট্রোওয়ার্ল্ড দুর্ঘটনায় র‍্যাপার স্কটের নামে মামলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:৩৪, ৮ নভেম্বর ২০২১

৫৬৬

অ্যাস্ট্রোওয়ার্ল্ড দুর্ঘটনায় র‍্যাপার স্কটের নামে মামলা

র‌্যাপার ট্রেভিস স্কট
র‌্যাপার ট্রেভিস স্কট

যুক্তরাষ্ট্রের হিউস্টনের অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল-এ স্থানীয় সময় গত শুক্রবার (৫ নভেম্বর) র‍্যাপার ট্রেভিস স্কট-এর পরিবেশনার সময় ভিড়ের ভেতর ধাক্কাধাক্কিতে আটজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কনসার্ট-এ অংশ নেওয়া ম্যানুয়েল সওজা নামের একজন দর্শক র‌্যাপার ট্রেভিস স্কট, তার রেকর্ড কোম্পানি ক্যাকটাস জ্যাক, কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন ও স্কোরমোরসহ আরও কয়েকজনের নামে হ্যারিস কাউন্টি জেলা আদালতে এ মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, কনসার্টে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিনিময়ে মুনাফা অর্জনের তীব্র ইচ্ছা থেকে' এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সওজা'র আইনজীবী জানান, অভিযুক্তরা নিরাপত্তাব্যবস্থা সঠিকভাবে বজায় রেখে কনসার্ট পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয় যে ট্রেভিস স্কট এর আগেও কনসার্টে তার দর্শকদের 'উন্মাদনায় ফেটে পড়ার জন্য' উৎসাহ দিতেন। এ মামলায় এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এর আগে গত রবিবার (৭ নভেম্বর) আরেকজন দর্শক এ ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন। সেখানে আরেক বিখ্যাত র‍্যাপার ড্রেক-কেও অভিযুক্ত করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank