শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘সুপারম্যান’ অভিনেতা নেড বিটির মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১০:৫০, ১৪ জুন ২০২১

আপডেট: ১১:৫৮, ১৪ জুন ২০২১

৬৪৩

‘সুপারম্যান’ অভিনেতা নেড বিটির মৃত্যু

অস্কার ও এমি অ্যাওয়ার্ড মনোনয়ন পাওয়া অভিনেতা নেড বিটি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রবিবার (১৩ জুন) নেড বিটি মারা গেছেন বলে সর্বপ্রথম জানায় টিএমজেড নিউজ। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানায়।

১৯৭২ সালে ‘ডেলিভারেন্স’ ছবির মধ্য দিয়ে হলিউডে অভিষেক হয় বিটির। তবে তিনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন ‘সুপারম্যান’, ‘নেটওয়ার্ক’ ও ‘টয় স্টোরি থ্রি’ ছবির জন্য। পাশাপাশি অভিনয় করেছেন ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’ এবং ‘জিজেনজিকে’র মতো টিভি সিরিয়ালে।

১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘নেটওয়ার্ক’ চলচ্চিত্রের জন্য তিনি অস্কারে মনোনিত হন এবং ১৯৯১ সালে ‘হিয়ার মাই সং’ গানের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পান।

এছাড়া ১৯৭৯ সালের ‘ফ্রেন্ডলি ফায়ার’ ও ১৯৮৯ সালের ‘লাস্ট ট্রেইন হোম’ এর জন্য অ্যামি পুরস্কারের জন্য মনোনিত হন। সম্প্রতি ‘থার্ড টয় স্টোরি’ ছবিতে ‘ও হুগিন’ চরিত্রে কণ্ঠ দিয়ে এমটিভি ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা ভিলেনের পুরস্কার জেতেন।    

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank