সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ৬ মার্চ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:১১, ৪ মার্চ ২০২১

৯৫৪

জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ৬ মার্চ

৬ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব।
৬ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব।

মুজিব শতবর্ষ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে শনিবার (৬ মার্চ) শুরু হচ্ছে জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব। তিন দিনব্যাপী এ চলিচ্চত্র উৎসব আয়োজন করছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট ও পৃষ্ঠপোষকতায় আছে জয়িতা ফাউন্ডেশন। 

৬ মার্চ সকল ১১ টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

এ উৎসবে প্রদর্শিত হবে কোহিনুর আক্তার সুচন্দার হাজার বছর ধরে , নারগিস আক্তারের মেঘলা আকাশ , সামিয়া জামানের রানী কুঠির বাকি ইতিহাস, মৌসুমীর কখনো মেঘ কখনো বৃষ্টি , শাহনেওয়াজ কাকলীর  উত্তরের সুর  ও নানজিবা খানের দা ওয়ান্টেড টুইন। 

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন জানান, নারী চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত ছবি নিয়ে জয়িতা চলচ্চিত্র উৎসবটি প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা হয়েছে। 

৮ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ উৎসব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank