প্রয়াণ দিবসে ইশরাত নিশাতকে নিয়ে ‘ক্ষ্যাপা’র স্মরণসংখ্যা
প্রয়াণ দিবসে ইশরাত নিশাতকে নিয়ে ‘ক্ষ্যাপা’র স্মরণসংখ্যা
দেশের নাট্যাঙ্গনের প্রতিবাদী কণ্ঠ ইশরাত নিশাতের প্রথম প্রয়াণ দিবস ২০ জানুয়ারি। এ উপলক্ষে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ প্রকাশ করেছে ইশরাত নিশাত স্মরণ সংখ্যা। প্রয়াণ দিবসে নিশাতের দ্রোহী চেতনাকে স্মরণ করতেই সংখ্যাটি প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক পাভেল রহমান।
সংখ্যাটিতে লিখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মলয় ভৌমিক, হাসান আরিফ, মাসুম রেজা, শিমুল মুস্তাফা, হাসান শাহরিয়ার, শিমুল মুস্তাফা, শুভাশিস সিনহা, প্রশান্ত হালদার, অনন্ত হিরা, ইউসুফ হাসান অর্ক, নূনা আফরোজ, শামীম সাগর, সাইদুর রহমান লিপন, নাজনীন হাসান চুমকি, বন্যা মির্জা, তিতাস রোজারিও, জ্যোতি সিনহা, সামিউন জাহান দোলা ও সাইফুল জার্নাল।
ইশরাত নিশাতের জন্ম ২৬ আগস্ট ১৯৬৪ সালে ঢাকায়। পিতা আবুল কালাম, মাতা মঞ্চ, টেলিভিশন ও চলচিত্রের স্বনামধন্য অভিনেত্রী নাজমা আনোয়ার। নাজমা আনোয়ার কাজ করতেন আরণ্যক নাট্যদলে। সেই সূত্রে মায়ের অনুপ্রেরণাতেই ইশরাত নিশাতের থিয়েটারে আসা।
১৯৮৩ সালে ইশরাত নিশাত আনুষ্ঠানিকভাবে আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হন। আরণ্যক নাট্যদলের অন্যতম প্রযোজনা মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় ‘গিনিপিগ’ নাটক দিয়ে তার মঞ্চ অভিনয় শুরু হয়। এরপর ১৯৮৪ সালে অভিনয় করেন ‘অববাহিকা’ নাটকে। ১৯৮৭ সালে ইশরাত নিশাত ও সমমনা কয়েকজন মিলে গঠন করেন ‘দেশ নাটক’। দেশ নাটকের বিরসা কাব্য, ঘরলোপট ও দর্পনে শরৎশশী এই তিনটি মঞ্চ নাটকে ইশরাত নিশাত অভিনয় করেন এবং দুটি মঞ্চ নাটক -‘লোহা’ ও ‘অরক্ষিতা‘’ নাটকের নিদের্শনা দেন।
থিয়েটারের পাশাপাশি নিশাত আবৃত্তির সাথেও যুক্ত ছিলেন। বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে বাচিক শিল্পী হিসেবে ৬টি আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন; যার প্রতিটির অডিও ক্যাসেট পরবর্তীতে শ্রোতানন্দিত হয়।
২০১৯ সালের ১৯ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে গুলশানে বোনের বাসায় মারা যান ইশরাত নিশাত।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!