রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫ || ১৯ মাঘ ১৪৩১ || ৩০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এখনো হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে সাবিনা ইয়াসমীন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

৫৩

এখনো হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে সাবিনা ইয়াসমীন

দীর্ঘ বিরতির পর গানের মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গত শুক্রবার রাতে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক এক অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন তিনি। দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎই অসুস্থবোধ করেন সাবিনা। এরপর গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সাবিনা ইয়াসমিনের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বেগ সৃষ্টি হয় শিল্পীর ভক্তদের মনে। সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ শুক্রবার রাতেই জানান, সাবিনা ইয়াসমিন সুস্থ আছেন, তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।

এদিকে শনিবার (১ ফেব্রুয়ারি) সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমে তার মায়ের অবস্থার কথা জানান। ফায়রুজ বাঁধন বলেন, সাবিনা ইয়াসমিনকে চিকিৎসকেরা এখনও পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

আজ শনিবার একই মঞ্চে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমীনের। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না- এমনটাই জানিয়েছেন ইয়াসমিন ফায়রুজ বাঁধন।

দীর্ঘ এক বছর পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গান গেয়েছিলেনও। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। গতকাল রাতে জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন।’

‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তার বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank