বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ধর্মের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৩

১১৮৪

ধর্মের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

ধর্মের টানে অভিনয় ছাড়ার ঘটনা নতুন নয়। বাংলাদেশ ও ভারতে এমন কয়েকটি নজির আছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পাকিস্তানের নাম। ধর্মীয় জীবন যাপনের জন্য দেশটির জনপ্রিয় অভিনেত্রী আনুপ ফায়াজ অভিনয়কে বিদায় জানিয়েছেন। এখন থেকে আর কোনো নাটক-সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।  

দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। কিন্তু সম্প্রতি হঠাৎ শোবিজ জগত পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের।

সামাজিক মাধ্যমে আনুপ লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

কিছুদিন ধরে আনুম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। এ অভিনেত্রী ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান আছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank