আর্জেন্টিনা জিতলে কেন নীল-সাদা শাড়ি পরবেন স্বস্তিকা?
আর্জেন্টিনা জিতলে কেন নীল-সাদা শাড়ি পরবেন স্বস্তিকা?
কাতার বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে বিশ্ব। শোবিজ অঙ্গনের তারকারাও তাদের প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে উচ্ছ্বসিত। টলিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির প্রিয় দল আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে পরাজিত করে মেসির দল সেমি ফাইনাল খেলার টিকিট পেয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কোটি কোটি মেসি ভক্তদের মতো উচ্ছ্বসিত স্বস্তিকাও।
স্বস্তিকা মুখার্জির পছন্দের দল আর্জেন্টিনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেমি ফাইনালে তার দল জয় লাভ করবে এটাই তার প্রত্যাশা। কিন্তু পরের ম্যাচটি দেখতে পারবেন না স্বস্তিকা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন—‘পরের ম্যাচটা দেখতে পারব না। আপনাদের আর ঈশ্বরকে বলে গেলাম, যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না। বাবা বেঁচে থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত; পিঠের চামড়াটাও যেত। কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতরাং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা এবং আর্জেন্টিনা নিশ্চিত করো, যাতে আমরা জিততে পারি।’
‘কালা’ সিনেমার নায়িকা স্বস্তিকার এই পোস্ট মনে ধরেছে আর্জেন্টিনা সমর্থকদের। তারাও অভিনেত্রীর সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছেন মেসির দলের ফাইনালে ওঠা নিয়ে। একজন কমেন্টে লিখেছেন— ‘মেসি বাহিনীর উল্লাসের বহরে, আশা রাখি ভোর হবে নীল সাদার শহরে।’ তবে এক ভক্ত আবার মজার ছলেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্বস্তিকার দিকে। তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা জিতলে আপনাকে নীল-সাদা শাড়িতে দেখতে চাই।’ এর জবাবে প্রতিশ্রুতি দিয়ে স্বস্তিকা লিখেন, ‘ডান। প্রমিস করলাম, হয়ে যাক।’
কাতার বিশ্বকাপ ফুটবল আসরে যে কটি দল সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে দুটি হলো— আর্জেন্টিনা-ব্রাজিল। এরই মধ্যে কোয়াটার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সামনে রয়েছে আর্জেন্টিনার অগ্নি পরীক্ষা। আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!