সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাস্তবতার বিপরীত চরিত্রে সাবিলা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৬:৪৭, ২৩ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:০০, ২৩ নভেম্বর ২০২০

৭২১

বাস্তবতার বিপরীত চরিত্রে সাবিলা

ইভটিজিং বা উত্যক্ত করা, এই বিষয়টি সাধারণত ঘটে ছেলেদের দিক থেকে। শিকার হন মেয়েরা। এমন খবর প্রায় প্রতিদিন পাওয়া যায় গণমাধ্যমে।
তবে এবার দেখা যাবে একেবারে বিপরীত চিত্র। যেখানে দেখা যাবে মেয়েরা উত্যক্ত করছে ছেলেদের। বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়ে পক্ষ! আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার, স্ত্রীরা করছে অফিস।

ঠিক এমনই একটি বিপরীত চিত্র নিয়ে নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। ‘এক্সচেঞ্জ’ নামের এই নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। মজার এই নাটকটি সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় উন্মুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

কাজটি প্রসঙ্গে এর নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটা মূলত ইভটিজিং এর প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। ছেলেরা যেভাবে প্রতিনিয়ত মেয়েদের উত্যক্ত করে, সেটি থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করেছি আমরা। চেয়েছি, ছেলেরা যেন মেয়েদের কষ্টটা অনুভব করতে পারে।’

ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‌‘ইভটিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনও ছেলে বা পুরুষ কখনো আর কোনও মেয়েকে উত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank