সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে ডকুফিল্ম `আয়রন ম্যান`

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৫:৪৬, ২০ নভেম্বর ২০২০

১০০২

আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে ডকুফিল্ম `আয়রন ম্যান`

রাজনীতিক ও সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে নির্মিত হয়েছে প্রামান্য চলচ্চিত্র 'আয়রন ম্যান'। বৈষ্টমির প্রযোজনায় এটি নির্মাণ করেছেন কামরুল হাসান নাসিম। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রামাণ্য চলচ্চিত্রটির ট্রেলার। আগামী ২৮ নভেম্বর এই প্রামাণ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি।  

আইডিয়াল থিংকারস এসোসিয়েশনের উদ্যোগে এই চলচ্চিত্রটিতে আওয়ামী লীগ, ইত্তেফাক, মানিক মিয়া, মহান মুক্তিযুদ্ধ ও একজন আনোয়ার হোসেন মঞ্জুর জীবন কর্ম তুলে ধরা হয়েছে। এটির নির্মাণ সহযোগিতায় রয়েছে রাজনৈতিক গবেষণা সংস্থা কে এইচ এন রিসার্চ টিম ।

প্রামান্যচিত্রটি প্রসঙ্গে নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন, আনোয়ার হোসেন মঞ্জু সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর চেষ্টা করা হয়েছে প্রামান্যচিত্রে।   

নির্মাতা জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেবে ‘আয়রন ম্যান’। এটি নির্মাণ করা হয়েছে ঢাকা, পিরোজপুর ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে। প্রামাণ্য চলচ্চিত্রটিতে রাজনৈতিক, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি পেশার সামাজিক প্রতিনিধিরা মন্তব্য রেখেছেন। আর আনোয়ার হোসেন মঞ্জুর বর্ণনায় উঠে এসেছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, মানিক মিয়া, নতুন প্রজন্ম ও আত্মজৈবনিক নানা বয়ান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank