সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগরতলা ও গৌহাটি চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:৪৭, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:১২, ১৮ অক্টোবর ২০২১

৯০১

আগরতলা ও গৌহাটি চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’

ভারতের দুটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’। ছবিটি ২১ অক্টোবর শুরু হওয়া আগরতলা বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। এরপর ২৪ অক্টোবর শুরু হওয়া গৌহাটি চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে ছবিটি।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিতে তিরিশের দশক থেকে ১৯৭১ পর্যন্ত স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলা কারাগারের খাপড়া ওয়ার্ডে ৭ জন বামপন্থীদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন দেশপ্রেমিক, ভাগ্যতাড়িত চিরকুমার বামপন্থী নেতা- মানবরতন মুখোপাধ্যায়ের জীবনের পরিপ্রেক্ষিতে দেখানো হয়েছে। যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদের হাতে নিহত হন।

মানবরতন মুখোপাধ্যায় চরিত্রে বয়স অনুযায়ী অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য।

রূপসা নদীর বাঁকে ২০২০ সালের ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank