সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্টার সিনেপ্লেক্স এবার বগুড়ায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:২০, ৪ অক্টোবর ২০২১

৪৯০

স্টার সিনেপ্লেক্স এবার বগুড়ায়

করোনা মহামারির প্রভাবে সিনেমা ইন্ডাস্ট্রির সংকটময় সময়ে আশা জাগানিয়া সংবাদ দিয়েছে স্টার সিনেপ্লেক্স। এতদিন ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার বগুড়ায় নতুন শাখা চালু করতে যাচ্ছে তারা। বগুড়ার সাতমাথা মোড় নওয়াব বাড়ি রোডে অবস্থিত পুলিশ প্লাজায় নির্মিত হবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল।

দু’টি হল থাকবে এখানে। মোট আসন সংখ্যা ৪২৫। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হবে। 

ঢাকার বাইরের দর্শকরা বিশ্বমানের সিনেমা হলে ছবি উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত। তাই দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই বলা হয়েছিলো স্টার সিনেপ্লেক্স থেকে। সেই পরিকল্পনার বাস্তবায়নের পদক্ষেপ এটি। 

ঢাকার বাইরে এটিই তাদের প্রথম শাখা। গত ৩ অক্টোবর রাজধানির প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্টার সিনেপ্লেক্স এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট-এর সঙ্গে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তিতে স্বাক্ষর করেন স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এবং বাংলাদেশ পুলিশের এ.আই.জি (কল্যাণ ট্রাস্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী। আগামী বছরের মাঝামাঝি সময়ে মাল্টিপ্লেক্সটি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank