সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে বড় মিডিয়া মার্জার, একসঙ্গে সনি-জি এন্টারটেইনমেন্ট

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:০৯, ২২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২১

৬৬৭

ভারতে বড় মিডিয়া মার্জার, একসঙ্গে সনি-জি এন্টারটেইনমেন্ট

জি-এর সঙ্গে জুড়ছে সনি। মিডিয়া এবং বিনোদন সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের বোর্ড সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার (এসপিএনআই) সঙ্গে সংযুক্ত হওয়ার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে।

নির্দিষ্ট কিছু শর্তাবলীতে সম্মত হয়েছে দুই গোষ্ঠী। আগামী ৯০ দিন আরও বেশ কিছু বোঝাপড়া চলবে দুই সংগঠনের। নতুন সংস্থাটি পাবলিক লিস্টেড সংস্থা হবে।

সংযুক্তিকরণের পর বড় স্বত্ব থাকবে সোনি পিকচার্সের হাতে। চুক্তি অনুযায়ী জি এন্টারটেইনমেন্টের হাতে থাকবে ৪৭.০৭% । বাকি ৫২.৯৩% অংশীদারিত্ব সনি ইন্ডিয়ার শেয়ারহোল্ডারদের।

নতুন বোর্ডের অধিকাংশ সদস্যদের মনোনয়ন করবে সনি গ্রুপ। পুনিত গোয়েঙ্কা একত্রিত সংস্থার এমডি এবং সিইও হিসাবে থাকছেন।

এদিকে সোনির সঙ্গে মার্জারের খবরে বুধবার শেয়ারবাজারে জি-এর শেয়ার এক ধাক্কায় ১০% বেড়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank