সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টালিউডে এবার নতুন ফেলুদা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:২৮, ১৯ জুন ২০২১

আপডেট: ১৪:৫৪, ১৯ জুন ২০২১

৭৭৮

টালিউডে এবার নতুন ফেলুদা!

সত্যজিৎ পুত্র সন্দীপ রায় বলেছিলেন মনের মতো অভিনেতা না পেলে আর ‘ফেলুদা’ তৈরি করবেন না। কলকাতার কিছু গণমাধ্যম বলছে নতুন প্রদোষ চন্দ্র মিত্রের সন্ধান পেয়েছেন সন্দীপ রায়। সেটা আর কেউ নন, ইন্দ্রনীল সেনগুপ্ত। 

সত্যজিৎ শতবর্ষে এক মলাটে ফেলুদা ও শঙ্কুকে নিয়ে ছবি করতে চায় প্রযোজনা সংস্থা এসভি এফ । দুটি আইকনিক চরিত্র এক ছবিতে, যার পরিচালক হবেন সন্দীপ রায়। সম্প্রতি প্রফেসর শঙ্কুকে নিয়ে ছবি করেছেন সন্দীপ। তাতে শঙ্কুর ভূমিকায় অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়। মনে করা হচ্ছে, নতুন ছবিতেও শঙ্কুর ভূমিকায় তাকেই দেখতে পাওয়া যাবে। প্রশ্ন ছিল কে হবেন ফেলুদা? তার উত্তর নাকি এখন ইন্দ্রনীল। 

ইন্দ্রনীল সু-অভিনেতা। সত্যজিতের বর্ণনায় সুঠাম, মেদহীন, স্মার্ট ফেলুদার সঙ্গে তাকে মানায়ও। এর আগেও দু-একজন পরিচালক যে ইন্দ্রনীলকে ফেলুদার ভূমিকায় ভাবেননি, এমনটা নয়। টলিউডের এক বিখ্যাত পরিচালক তার ফেলুদা ওয়েব সিরিজে ইন্দ্রনীলের কথা ভাবেন। পরবর্তীতে তিনি আবির চট্টোপাধায়কে বেছে নেন একথা ভেবে যে ইন্দ্রনীলের বাংলা বলাটা তত সড়গড় নয়।

ইন্দ্রনীল সেনগুপ্ত অবশ্য এর আগেও বাংলার আরেক আইকনিক গোয়েন্দা ‘কিরীটি রায়’-এর ভূমিকায় অভিনয় করেছেন। বাংলার সব প্রথম সারির পরিচালকের ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, অনিরুদ্ধ রায়চৌধুরী, অতনু ঘোষদের ছবিতে।

২০১২ মালে মুক্তি পাওয়া বাংলাদেশের ‘চোরাবালি’ ছবিতেও দেখা যায় ইন্দ্রনীলকে। রেদওয়ান রনির পরিচালনায় তার বিপরীতে অভিনয় করেন জয়া আহসান। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank