বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মধ্যরাতে নারীদের পদযাত্রায় নেমে আসার আহ্বান বাঁধনের

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:২৬, ২৭ আগস্ট ২০২৪

৩৫৬

মধ্যরাতে নারীদের পদযাত্রায় নেমে আসার আহ্বান বাঁধনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের দাবির পক্ষে সরব ছিলেন তিনি। 

ছাত্র-জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তবুও থেমে নেই বাঁধনের কর্মযজ্ঞ। নিপীড়িত মানুষের হয়ে কথা বলে যাচ্ছেন রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।

এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন। ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি। এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবনের অভিমুখে।

খোঁজ নিয়ে জানা যায়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উপস্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে। শুধু তাই নয়, এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে।

এর আগে পশ্চিমবঙ্গে একটি হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় সেখানেও রাজপথে নেমে আসেন নারীরা। নিজেদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে সবর হন তারা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank