বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুবলীকে ‘শিক্ষিত ছাগল’ বললেন পরীমণি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৩২, ২১ মার্চ ২০২৪

৫৩০

বুবলীকে ‘শিক্ষিত ছাগল’ বললেন পরীমণি!

ঢালিউড অভিনেত্রী পরীমণি ও শবনম বুবলী পাল্টাপাল্টি পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যে। কেউ কারও নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে তারা একে অন্যের লক্ষ্যবস্তু। তারই ধারাবাহিকতায় পরীমণি এবার শিক্ষিত ছাগল সম্বোধন করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির (ছাগল) গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই!’

এরপর লেখেন, ‘পরে কখনও নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল। আমি শিওর।’

তবে পরীমণি কাকে ইঙ্গিত করেছেন তা উল্লেখ না করলেও নেটাগরিকদের ধারণা বুবলীকেই ‘ছাগল’ বলেছেন নায়িকা। মন্তব্যের ঘরে বিষয়টি প্রকাশ করেছেন তারা। কেননা এর আগে কয়েক দফায় স্ট্যাটাস দিয়েয়েছেন তারা।

এতে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেছেন নেটাগরিকরা। অপু বিশ্বাসকে ছেড়ে পরীমণির সঙ্গে বুবলীর দ্বন্দ্ব শুরু হয়েছে বলে তাদের ধারণা। সন্তান বীরকে নিয়ে বানানো একটি ভিডিও নিয়েই পরীমণির সঙ্গে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হয়েছেন বলে মনে করছেন অনেকে।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank