বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ০১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হিরো আলমের ডিগবাজি নকল করেন জায়েদ খান!

২০:৩৬, ১ ডিসেম্বর ২০২৩

৫৭৫

হিরো আলমের ডিগবাজি নকল করেন জায়েদ খান!

বাংলাদেশে বিনোদন জগতে দুজনকেই নিয়েই বেশ কানাঘুষা চলে। চলে নানা ধরনের আলোচনা-সমালোচনা। এদের একজন জায়েদ খান। অন্যজন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর মধ্যে জায়েদ খান সবশেষ মঞ্চে ডিগবাজি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। আর সেই ডিগবাজি নাকি হিরোআলমের টা দেখে নকল করেছেন বলে দাবি করেছেন স্বয়ং হিরো আলম। জায়েদ খান যা করছেন তাকে 'পাগলামি' বলতেও ছাড়েননি তিনি।

হিরো আলমের বক্তব্য, ‘আগে জায়েদ খান এরকম করতো না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র। আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।’

শুক্রবার রাজধানীর ডিবি কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমি দুবাই গেছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে সে আমাকে বলতেছিল জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সে সেটা নকল করতেই পারে।’

ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হারুন স্যারের কাছে গিয়েছিলাম। তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না। তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমি জোর গলায় বলবো, এবারের নির্বাচনে আমি পাশ করবো।’ 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank