বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ০১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিবি কার্যালয়ে তানজিন তিশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:৪২, ২০ নভেম্বর ২০২৩

৫৯৮

ডিবি কার্যালয়ে তানজিন তিশা

কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আত্মহত্যার চেষ্টার খবর, সংবাদকর্মীর সঙ্গে বাজে আচরণ, সাবেক প্রেমিকের প্রাক্তনের সঙ্গে ফোনালাপ ফাঁস সব মিলিয়ে আলোচনা সমালোচনার টেবিলেই থাকতে হচ্ছে তাকে।

নতুন খবর হলো, ডিবি কার্যালয়ে এসেছেন তানজিন তিশা। আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি। তবে ঠিক কী কারণে ডিবি অফিসে গেছেন তিশা তা এখনও জানা যায়নি।

কদিন আগে আত্মহত্যার চেষ্টার খবর এসেছিল তিশার। জানা গিয়েছিল অভিনেতা মুশফিকের সঙ্গে প্রেমে ছন্দপতন ঘটায় ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি।

তবে পরে সামাজিক মাধ্যমে এসে তিশা জানান আত্মহত্যার খবরটি ভুল। সেইসঙ্গে এক হাত নেন সাংবাদিকদের। বাজে আচরণ করেন। এক সংবাদকর্মীকে উড়িয়ে দেবেন বলেও হুমকি দেন।

পরদিন আবার নিজের আচরণের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চান তিশা। অবশ্য তার কিছুক্ষণ পর নিজেকে মানসিক রোগী দাবি করা তিশা পোস্টটি মুছে দিয়ে নতুন রহস্য জন্ম দেন।

সেই রেশ না কাটতেই গতকাল রোববার দিবাগত রাতে ফাঁস তিশার পুরনো ফোনালাপ। তিশার প্রাক্তন প্রেমিক গায়ক হাবিব ওয়াহিদের প্রাক্তন স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে তার কথোপকথনের অডিও এটি।

নয় মিনিটের ওই অডিওতে তিনি বলেন, আমি তিশা আজ মেন্টালি-ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি। আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি, হাবিব কী এখন তোমার এখানে? রিলেশনশিপের কতটা ইগনোর আমি সহ্য করে যাচ্ছি। তোমার সঙ্গে যদি সবকিছু ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব। হাবিবও আমার কাছে এ কথাটা স্বীকার করে না।’

তাকে আরও বলতে শোনা যায়, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। ভালোবাসার জন্য ক্যারিয়ার চলে যাক, এতে কিছু যায় আসে না।’

এছাড়াও তিশা বলেন, ‘আমি জানি হাবিব এখন তোমার ওখানে। আমি জানতে চাই তোমরা কি গেট ব্যাক করবা? তাহলে আমি সরে যাব, আমাকে শুধু এই কথাটা জানাও। আমি তোমার কাছ থেকে জানতে চাই, হাবিব কী আমাকে ইউজ করছে।’

এই অডিও থেকে জানা যায়, হাবিব ওয়াহিদের মা তানজিন তিশার ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। ৯ মিনিট ৪৪ সেকেন্ডের অডিওতে তাদের হাবিব ইস্যুতে আরও বিভিন্ন কথা বলতে শোনা যায়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank