বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ০১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুটিংয়ে সাপের কামড়ে আহত ওমর সানী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৪৪, ৩০ অক্টোবর ২০২৩

৪৮৪

শুটিংয়ে সাপের কামড়ে আহত ওমর সানী

শুটিংয়ে সাপের কামড়ে আহত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। গতকাল রোববার (২৯ অক্টোবর) বান্দরবানের পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি ‘ডেডবডি’ সিনেমার শুটিং করছিলেন।

ওমর সানীকে সাপে কামড়ানোর তথ্যটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মো. ইকবাল। তিনি বলেন, ‘রোববার দুপুর ১২টায় আমরা পাহাড়ে শুটিং করছিলাম। শুটিং চলাকালীন হঠাৎ করে সবুজ রঙের একটি একটি সাপ কামড় দেয় ওমর সানীকে। পরে ঘটনাস্থলে তাতক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের কাছে নেওয়া হয়।’

তিনি জানান, ভয়ের কোনো কারণ নেই। বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে পায়ে কাপড় বেঁধে রাখা অবস্থায় বসে থাকতে দেখা গেছে ওমর সানীকে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank