বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুটিং শেষ না করে বাংলাদেশ ছাড়ার কারণ জানালেন সায়ন্তিকা

১৬:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩

৪৯৮

শুটিং শেষ না করে বাংলাদেশ ছাড়ার কারণ জানালেন সায়ন্তিকা

সম্প্রতি শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। প্রথমবারের মতো তিনি কাজ করলেন ঢাকাই সিনেমায়। ‘ছায়াবাজ’ নামের সেই সিনেমায় তাঁর নায়ক জায়েদ খান। কিন্তু বিপত্তি হলো, প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় শুটিং করতে এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। ফলে শুটিং ফেলেই আবারও কলকতায় চলে গেছেন। নায়িকা অভিযোগ তুলেছেন সিনেমাটির নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। সাফ জানিয়ে দেন, এই নৃত্য পরিচালক থাকলে তিনি আর কাজ করবেন না।

আসলে ঘটেছে কী? সায়ন্তিকা কী ধরনের হয়রানির শিকার? এই প্রসঙ্গে শুক্রবার রাতে মুখ খুলেছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে। অভিনেত্রী জানিয়েছেন, যদিও এখানে মাইকেলের নাম উঠছে, তবে গোড়ায় গন্ডগোল। বলা যেতে পারে, নায়িকাকে হয়রান হতে হয়েছে প্রযোজকের অব্যবস্থাপনার জন্য। সায়ন্তিকা বললেন, “প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।”

এদিকে, শুটিং না করেই কলকাতায় ফিরে গেছেন নায়িকা—এই দাবি উড়িয়ে দিয়েছেন সায়ন্তিকা। বললেন হাতে স্পর্শ  করার ব্যাপারেও। নায়িকার ভাষ্য, ‌‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’

একই সঙ্গে অভিনেত্রী আরও জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। অভিনেত্রীর ভাষ্য, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পিত ব্যবস্থা নেই।’

সায়ন্তিকা জানান, দু’দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎই বলা হলো নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’ নায়িকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক মনিরুল নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।

ঢাকায় এসে প্রথম কাজে খুবই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সায়ন্তিকা। তবে কাজ শেষ করবেন না, এমনটা নয়। সায়ন্তিকা বললেন, ‘তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।’

এদিকে, ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রযোজক মনিরুল বলেন, ‘মাইকেল অনুমতি নিয়েই নাচের মুদ্রাটা দেখিয়ে দিতে চেয়েছিলেন। এতে নৃত্য পরিচালকের কোনো দোষ আমি দেখি না। তাই সায়ন্তিকাকে জানালাম, মাইকেলের সঙ্গেই তাঁকে কাজ করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান।’

উল্লেখ্য, কলকাতা যাওয়ার পথে ‘টাইগার’ নামে আরও একটি ঢাকাই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সায়ন্তিকা। এতেও নায়ক হিসেব রয়েছেন জায়েদ খান।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank