মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১ || ০৫ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

০১:১৫, ৪ অক্টোবর ২০২২

২৭৪৫

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও উঠতি নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে গেলেন সমালোচকরা। এতে যেন কিছুটা ত্যক্ত-বিরক্তই হলেন পূজা। ফেসবুক থেকে মুছে দিলেন যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্ট।

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও মুখ খুললেন তিনি। কিছুটা অভিমান ও ক্ষোভ মিশ্রিত সুরে গণমাধ্যমকে এই নায়িকা জানান, ‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেম করছি বলে গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন। এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’

সত্যি সত্যি কি শাকিবের সঙ্গে প্রেম চলছে? এবার কিছুটা কূটনৈতিক ভাষায় জবাব দিলেন পূজা, ‘মিথ্যা বলব না, প্রেম তার সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’

সত্যিই যদি কোনো সম্পর্ক না থাকে তবে কে রটাচ্ছে এসব? কেন রটাচ্ছে? পূজার ভাষ্যে, ‘দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’

আপাতত পূজা নিয়েই ব্যস্ত আছেন নায়িকা। ছোটবেলায় পূজার সময়টাতে দেশের বাড়ি খুলনা গেলেও এখন পূজাতে ঢাকাতেই থাকেন বলে জানান পূজা। এ বছর তো পূজোতেও স্বস্তিতে নেই পূজা।

উল্লেখ্য, ১৩ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা পূজার। ওই অনুষ্ঠানে শাকিবেরও অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু এই নায়ক আপাতত যুক্তরাষ্ট্রে যাবেন না বলে শোনা যাচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank