বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফের বিয়ে করবেন সোহানা সাবা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৪, ২৬ জুলাই ২০২২

১৮৪৩

ফের বিয়ে করবেন সোহানা সাবা

অভিনেত্রী সোহানা সাবা। বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে বেশ চর্চা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী সোহানা সাবা। শুধু তাই নয়, ভক্ত-দর্শকদের প্রশ্নে উত্তরও দিয়ে থাকেন এই অভিনেত্রী। সমসাময়িক বিষয়ের পাশাপাশি পছন্দের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার সাহসী এই অভিনেত্রী কথা বললেন তার বিয়ে নিয়ে।

দীর্ঘ সময় পর সোহানা সাবা জানালেন বিয়ে করবেন তিনি। এ নিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এ লেখার শুরুতে সাবা বলেন—‘অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন—আমি কবে বিয়ে করবো? সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায় ‘তোমাদের খবর কবে শুনবো?’ কারো মৃত্যু খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে। তেমনি কারো বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে তার নাম্বার কবে আসবে?’

ফের বিয়ের পিঁড়িতে বসলে আর ভুল করতে চান না সোহানা সাবা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবু বলছি, বিয়ে যদি কখনো করিও আর ভুল করবো না সেটারই ট্রাই করব। ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা সামলে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনোরকম পিআর প্রেসার কাজ করবে না আমার সাথে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহুর্ত উপভোগ করতে চাই।’

স্বাধীনতা হারিয়ে সেই স্বাধীনতা ফিরে পাওয়ার মাঝে অনেক আনন্দ রয়েছে। আর সেই আনন্দের উপলদ্ধি সাবা খুব ভালোভাবে করেছেন। এই স্বাধীনতাকে ভুল না বোঝার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একেবারে ভুল বুঝবেন না যে, এটা খারাপ কোনো স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিঃশ্বাস নেবার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এ টুকু নিশ্চিত হবো যে, আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে।’

২০০৬ সালে কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন সাবা। ২০০৮ সালে মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার কাজ করতে গিয়ে পরস্পরের মাঝে ভালো লাগা তৈরি হয়। পরবর্তীতে বিয়ে করে সংসারী হন এই যুগল। ২০১৪ সালের ১৮ অক্টোবরে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র স্বরবর্ণ। পরের বছরের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান এই তারকা দম্পতি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank