এ আর রহমানের সঙ্গে পরকীয়া গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন মোহিনী
এ আর রহমানের সঙ্গে পরকীয়া গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন মোহিনী
অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ শিরোনামে এই বিচ্ছেদের কারণে হিসেবে বলা হয়েছে যে, এ আর রহমানের সহকর্মী মোহিনী দের পরকীয়ার গুঞ্জন রয়েছে ।
বর্তমানে ফ্রান্সে মোহিনী দে নিজের শো নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর রহমামের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের বিষয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে কথা বলার জন্য অনেকেই আমার কাছে অনুরোধ। আর আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছে।’
মোহিনী দের কথায়, ‘তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়ো তথ্য। জল্পনার বিষয়ে কোনও রকম কথা বলতে চাই না। এসব ফালতু গুজব নিয়ে আমার কথা বলার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।’
অন্যদিকে, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাদিজা, রহমান ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাদের। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গেছে।
বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের ত্রিশ বছরে অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর। কিন্তু তা হলো না।
আরও পড়ুন
জনপ্রিয়
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!