শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পঞ্চম বারে ব্যর্থতার স্বাদ পেলেন আলিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:৩৬, ৫ নভেম্বর ২০২৪

১২১

পঞ্চম বারে ব্যর্থতার স্বাদ পেলেন আলিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ এবং ‘গলি বয়’-এর মতো হিট ছবি দিয়েছেন। পাশাপাশি তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক ছবিতে তাকে যেমন দেখা যায়, তেমনি করেছেন ভিন্ন ধারার ছবিও। তাই ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ যেমন করেছেন, তেমনি আলিয়াকে পাওয়া গেছে ‘হাইওয়ে’ বা ‘রাজি’র মতো সিনেমায়। 

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, যে কারণে আলিয়া ভাটের আলাদা সুখ্যাতি ছিল, সেটি হলো তার অভিনীত সিনেমা মানেই বক্স অফিসে নিশ্চিত ১০০ কোটি আয়। এবার অবশ্য এ নিয়মের ব্যতিক্রম হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ছবি ‘জিগরা’। এই ছবির মুক্তির অপেক্ষায় ছিলেন সব অনুরাগীরা। এই অ্যাকশন থ্রিলার ছবির পরিচালনা করেছেন পরিচালক ভাসান বালা। একবছর আগে এই ছবির ঘোষণা করে দেওয়া হয়েছিল। জিগরা ছবি মুক্তির অনেক চর্চা হলেও বক্স-অফিসে তেমন সাফল্য পায়নি। 

কয়েক বছরে হিন্দি সিনেমা সেভাবে ব্যবসা করতে পারছিল না, কিন্তু আলিয়া ঠিকই হিট ছবি উপহার দিয়েছেন। সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সিনেমার প্রধান চরিত্রে আলিয়া ঠিক মানিয়েছেন কি না, ছবি মুক্তির আগে অনেকের সন্দেহ ছিল। অন্য বড় তারকা ছাড়া আলিয়ার কাঁধে ভর করে ১০০ কোটি রুপি বাজেটের সিনেমা কতটা ব্যবসা করবে, সেটা নিয়েও আলোচনা ছিল। কিন্তু পরে মিথ্যা প্রমাণ করে ছবিটি, শেষ পর্যন্ত ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে।

আলিয়া অভিনীত এর পরের সিনেমা ‘আআরআর’ তো ইতিহাসই গড়েছে। বক্স অফিসে ১ হাজার ৩০০ কোটি রুপি আয়ের সঙ্গে অস্কারও জিতেছে।

আলিয়ার অভিনীত পরের দুই ছবিও দুর্দান্ত ব্যবসাসফল- ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিব’ ও ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’। এর মধ্যে আলিয়া অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’ ওটিটিতে মুক্তি পায়। সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটছিল অভিনেত্রীর। এই আলিয়া কি ভেবেছিলেন তাকে এমন দিন দেখতে হবে?

আলিয়ার অভিনীত সবশেষ ছবি ভাসান বালার ‘জিগরা’। প্রায় ৯০ কোটি রুপি বাজেটের ছবিটিও আলিয়ার অভিনয় গুণে উতরে যাবে, এমন প্রত্যাশা ছিল। কিন্তু বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে ছবিটি। আয় করছে ৫০ কোটি রুপির কিছু বেশি। টানা চারটি সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর ব্যর্থতার স্বাদ পেলেন আলিয়া।

যে আলিয়ার ছবি হেসেখেলে ১০০ কোটি আয় করত, সেই আলিয়াকেও শেষ পর্যন্ত এমন দিন দেখতে হলো! ‘জিগরা’ অ্যাকশন থ্রিলার সিনেমা, এক ভাইকে বাঁচাতে বোনের সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে এ ছবি। কিন্তু সমালোচকেরা আলিয়ার অভিনয়ের প্রশংসা করলেও ছবির ব্যর্থতার জন্য দুর্বল চিত্রনাট্যকে দুষছেন।

আর বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, এ ছবির আবেগ সাধারণ দর্শককে স্পর্শ করতে পারেনি। তাই ‘জিগরা’ সাফল্য পায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank