শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৪

৪৫৮

কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো মা হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। খবর এনডিটিভির।

যদিও এখনো পর্যন্ত তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা যায়। পরে হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন।

কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের। সেখান থেকেই প্রেম, অবশেষে বিয়ে।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’তে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী। সিনেমাতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে। এতে রণবীর সিংকেও দেখা যাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank