সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার ‘শার্লক হোমস’কে পর্দায় আনছেন সৃজিত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:৫০, ২৮ জুলাই ২০২৪

৬৩৬

এবার ‘শার্লক হোমস’কে পর্দায় আনছেন সৃজিত

ফেলুদা এবং ব্যোমকেশের পর এবার কিংবদন্তি গোয়েন্দা চরিত্র ‘শার্লক হোমস’কে রূপালী পর্দায় হাজির করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সৃজিত নিজেই।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জিও সিনেমার জন্য থ্রিলারধর্মী এ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘শেখর হোম’। যার গল্প নির্বাচন করা হয়েছে বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের ওপরে। সিনেমার গল্পও লিখেছেন সৃজিত নিজেই। 

সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন সৃজিত, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে সেই চিরাচরিত কোট, মাথায় হ্যাট। 

ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব সিনেমাকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ 

‘শেখর হোম’ সিনেমাটি স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের প্রভাবশালী অভিনেতা কে কে মেননকে। যার একঝলক দেখানো হয়েছে ফার্স্ট লুকে। ওয়াটসনের চরিত্রে অভিনয় করছেন রণবীর শোরে। 

এ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেনসহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে ‘শেখর হোম’।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank