শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহরুখের সঙ্গে দেখা হওয়ায় মুগ্ধ জন সিনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:৫৭, ১৪ জুলাই ২০২৪

৩২৩

শাহরুখের সঙ্গে দেখা হওয়ায় মুগ্ধ জন সিনা

রূপকথার এক বিয়ে দেখলো বিশ্ব। ভারতের আম্বানিপুত্রের বিয়ের আসরে বিশ্বসেরা ধনকুবেরদের পাশাপাশি হাজির ছিলেন হলিউড-বলিউড সুপারস্টাররা। বিয়ের দিনের নানা মুহূর্তের ছবি প্রকাশ হচ্ছে স্যোশাল মিডিয়ায়। হলিউড অভিনেতা ও রেসলার জন সিনা আর বলিউড বাদশাহ শাহরুখ খানকে এক ফ্রেমে দেখে খুশিতে ভাসছেন ভক্তরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জন সিনা তার টুইটার হ্যান্ডেলে শাহরুখের সাথে তার ছবি শেয়ার করেছেন। ছবিতে দুজনকে হাসতে দেখা যায়। 

ছবির ক্যাপশনে নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করে অনন্ত-রাধিকার বিয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। 

এসময় জন সিনা লিখেছেন, ‘এটি একটি অনন্য এবং আশ্চর্যজনক মুহূর্ত। ২৪ ঘণ্টা অসাধারণ কেটেছে। এই সময়টাকে এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আম্বানি পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আথিতেয়তায় আমি মুগ্ধ।’

তিনি আরও লেখেন, ‘অনেক অবিস্মরণীয় মুহূর্ত দিয়ে ভরা একটি অভিজ্ঞতা। যা আমাকে অগণিত নতুন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এর মধ্যে শাহরুখ খানও রয়েছেন। তাকে ব্যক্তিগতভাবে বলতে পেরেছি, তিনি আমার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছেন।’

জন সিনার এই পোস্ট দেখে শাহরুখ ভক্তরাও বেশ খুশি হয়েছেন। বলিউড বাদশাহর ভক্ত হলিউড কিংবা রেসলিং জগতেও রয়েছে সেটাও মন্তব্য করেছেন তারা। 

জন সিনাকে আগামীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘হেডস অফ স্টেট’ সিনেমায়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank