শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২৩:০৯, ১ নভেম্বর ২০২৩

১৩৬৬

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর আর কোনো বলিউড সিনেমায় দেখা যায়নি তাকে। এবার শোনা যাচ্ছে, ফের বলিউডে ফিরছেন নায়িকা।

ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী জানা যায় , ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির জন্য নাকি নির্মাতা প্রিয়াঙ্কাকেই চাচ্ছেন বলে খবর। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হবার কথা রয়েছে। এই কিস্তির মধ্য দিয়ে দশ বছর পর জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা ও হৃত্বিক।

চলতি বছরের প্রথম দিকে ‘কৃশ-৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে সিনেমাটি।

‘কোয়ান্টিকো’ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এখন হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে ওঠাবসা তার। ‘সিটাডেল’র মতো দামি সিরিজে রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করার পর এখন ‘হেডস অব স্টেট’র কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank