শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কত টাকার সম্পত্তির মালিক সানি, জানলে অবাক হবেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

১৪৮২

কত টাকার সম্পত্তির মালিক সানি, জানলে অবাক হবেন

একটা সময় পর্নো দুনিয়ার রানি ছিলেন সানি লিওন। তবে এখন তিনি নিষিদ্ধ জগত থেকে বেরিয়ে এসেছেন। কাজ করছেন বলিউডে। প্রথম দিকে তাকে বি-টাউনের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই জায়গা করে নিয়েছেন। সেইসঙ্গে মালিক বনে গেছেন পাহাড় সমান অর্থবিত্তের। যার পরিমাণ প্রায় এক শ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানির মোট সম্পত্তির পরিমাণ ৯৮ কোটি টাকা। বলিউডে ১১ বছর কাজ করেই এই বিশাল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন তিনি। বাস করছেন স্বামী সন্তান নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে। এখানেই শেষ নয়। লস অ্যাঞ্জেলেসেও বাড়ি আছে তার। ‘ড্রিম’ নামের ওই বাড়িটির মূল্য ১৯ কোটি রুপি।

মুম্বাই, লস অ্যাঞ্জেলেসের বাড়ি দুটি ছাড়াও একাধিক আলিশান বাড়ি রয়েছে তার। বিলাসী সানি লিওনের গ্যারেজের গাড়িও নামকরা সব প্রতিষ্ঠানের। অডি, বিএমডব্লিউসহ একাধিক ব্র্যান্ড রয়েছে এ তালিকায়। এ ছাড়া সুগন্ধী ও রূপচর্যার সামগ্রী তৈরির দুটি প্রতিষ্ঠান রয়েছে এ তারকার।

সানির আইটেম গান প্রকাশ পাওয়া মানে অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ! এ কারণে তার চাহিদাও আকশচুম্বী। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন ও রিয়েলিটি শোয়েও মোটা অংকের পারিশ্রমিকের বিনিময়ে অংশ নেন তিনি। সারা বছরই থাকে তার এই ব্যস্ততা। ফলে আয়ের ঝুলি পরিপূর্ণ হয়তে সময় লাগেনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank