সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাত্রর ব্যাংকে টাকা থাকা জরুরি: রাইমা সেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৩

৬১৪

পাত্রর ব্যাংকে টাকা থাকা জরুরি: রাইমা সেন

পাত্র খুঁজছেন মহানায়িকা সুচিত্র সেনের নাতনি রাইমা সেন। তবে যেন-তেন পাত্র হলে চলবে না। ভারতীয় একটি গণমাধ্যমকে জানালেন পাত্রের যোগ্যতার কথা।

রাইমা বলেন, ‘ভালো মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গল সবাইকে বলতে চাই।’

রাইমার এই চাহিদার সাথে বাঙালি মধ্যবিত্ত ছেলে একেবারেই যায় না। তাই যারা পর্দায় এ অভিনেত্রীর অভিনয় দেখে, রূপে মুগ্ধ হয়ে মনে মনে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য সত্যিই এটা বড় ধাক্কা!

নানি নামজাদা অভিনেত্রী হলেও রাইমা যেন তার ধারে ঘেঁষতে পারেননি। হিন্দি-বাংলা মিলিয়ে বেশকিছু কাজ করলেও ওইভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি। কাজও তেমন একটা করেন না। সম্প্রতি ‘রক্তকরবী’ নামে একটি ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রচারে নিজের কাজ সম্পর্কে সোজাসাপ্টা কথা বলেন অভিনেত্রী।

রাইমা বলেন, “আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবেন। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেকদিন পর ‘রক্তকরবী’তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য! বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।”

এ ছাড়া মুম্বাইয়ের বেশকিছু ছবির কাজ করছেন রাইমা। বাংলা সিরিজের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank