করণ জোহরের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ
করণ জোহরের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ
সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে 'যুগ যুগ জিও'- ছবির ট্রেলার। ট্রেলার প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই এক প্রযোজক বিশাল এ সিংহ ধর্ম প্রোডাকশনের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ এনেছেন।
তার দাবি, ২০২০ সালে তাদের সংস্থার তরফে নথিভুক্ত করা একটি চিত্রনাট্যই নাম বদলে ব্যবহার করেছেন করণ জোহর। যেটির নাম ছিল 'বানি রানি'। সেখান থেকেই মূল ভাবনা ধার করে নাকি বানানো হয়েছে 'যুগ যুগ জিও'-র চিত্রনাট্য!
এক টুইট বার্তায় বিশাল বলেন, তিনি ২০২০ সালের জানুয়ারিতে স্ক্রিন রাইটিং অ্যাসোসিয়েশন-এ 'বানি রানি' নামের চিত্রনাট্যটি রেজিস্ট্রি করিয়েছিলেন। তার এক মাস পরে তিনি ধর্ম প্রোডাকশনকে ছবিটি সহ-প্রযোজনার প্রস্তাব দেন, যার জন্য প্রযোজক সংস্থা থেকে ইতিবাচক উত্তরও পেয়েছিলেন তিনি। তার পরই দেখলেন তাকে না জানিয়ে 'যুগ যুগ জিও' তৈরি করেছেন করণ জোহর। তিনি প্রশ্ন করেন, এটা কি ঠিক হল?
আর একটি টুইটে বিশাল ১৭ ফেব্রুয়ারি, ২০২০-এ ধর্ম প্রোডাকশনে যে ইমেলটি পাঠিয়েছিলেন তার একটি স্ক্রিনশট সংযুক্ত করে লিখেছেন, 'এ বার মামলা দায়ের করব।'
এই ঘটনায় নতুন করে জলঘোলা হল বলিউডে। ছবির ঝলক নিয়ে মাতামাতির পর করণ জোহর আপাতত ঘোর বিতর্কে।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!