প্রতারণার অভিযোগে আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা
প্রতারণার অভিযোগে আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা
আইনি ঝামেলায় পড়লেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, আমিশা প্রতারণা করেছেন তাদের সঙ্গে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৪ লাখ রুপি নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী এই অনুষ্ঠানে এক ঘণ্টা সময় দেওয়ার কথা অভিনেত্রীর। দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফর্ম করার কথা। কিন্তু মাত্র তিন মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন আমিশা। এ কারণেই ক্ষুব্ধ হয়েছে সংগঠনটি। তাই এ মামলাটি করা হয়েছে তার বিরুদ্ধে।
তবে স্বেচ্ছাসেবীর সংগঠনটির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমিশা প্যাটেল। তিনি টুইটারে লেখেন, ‘নভচন্ডি মহোৎসবে অংশ নিয়েছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে, ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমাকে রক্ষা করেছেন।’ তবে নায়িকা আমিশার এই মন্তব্যকে মিথ্যা বলেই দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজন।
প্রসঙ্গত, বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন আমিশা প্যাটেল। সর্বশেষ ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় তাকে দেখা গেছে। তবে ‘গাদার : এক প্রেম কথা’-এর সিক্যুয়েলসহ কয়েকটি সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। এরমধ্যে ‘গাদার : এক প্রেম কথা’ এই সিনেমাটি এ বছরের শেষ দিকেই মুক্তি পাওয়ার কথা।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!