মা হওয়ার পর কাজলের আবেগঘন পোস্ট
মা হওয়ার পর কাজলের আবেগঘন পোস্ট
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল মা হয়েছেন। গত ১৯ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। কাজল এবং গৌতম কিচলু দম্পতির ঘরে আনন্দের সীমা নেই। ছেলের নাম রেখেছেন নীল।
মা হওয়ার অভিজ্ঞতা কেমন তা নিয়ে দীর্ঘ একটি পোস্ট করেছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী? ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন কাজল। একই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটের ছবিও শেয়ার করেছেন কাজল।
তিনি লিখেছেন, ‘একরত্তি নীলকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য় উত্তেজিত এবং উচ্ছ্বসিত। স্মরণীয়, অপ্রতিরোধ্য, দীর্ঘ এবং সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা।’ কাজলের ভাষ্য, জন্মের পরপরই নীলকে তার বুকে আগলে রাখা সব থেকে 'অবর্ণনীয় অনুভূতি'।
নোটের শুরুতে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে নীলকে শ্লেষ্মা ঝিল্লি এবং প্লাসেন্টা দিয়ে আবৃত অবস্থায় আমার বুকে ধরে রাখাই আমার আত্মার শান্তি’।
কাজলের ভাষ্য, ‘সহজ ছিল না। নিদ্রাহীন ৩ রাত, ভোরে রক্তক্ষরণ, থলথলে পেট, যন্ত্রণা, প্রসারিত ত্বক, ভিজে যাওয়া প্য়াড, স্তন পাম্প, অনিশ্চয়তা, অবিরাম উদ্বেগ, ঠিকঠাক করতে পারছি কিনা, মাথায় একগুচ্ছ দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। তবে এটিও এরকম মুহূর্ত- সকালে-বিকেলে মিষ্টি আলিঙ্গন, আত্মবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা, ছোট্ট চুম্বন, দুজনের মধ্যে শান্ত মুহূর্ত, বেড়ে উঠছি, শিখছি, আবিষ্কার করছি এসং একইসঙ্গে এই চমৎকার যাত্রায় বাস্তবে প্রসবোত্তর গ্ল্যামারাস নয় তবে এটি অবশ্যই সুন্দর।’
২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী।
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘আচার্য’। এতে আরো অভিনয় করছেন চিরঞ্জীবী, রাম চরণ, পূজা হেগড়ে প্রমুখ। এটি ছাড়াও ‘ইন্ডিয়ান টু’, ‘প্যারিস প্যারিস’ও ‘উমা’ সিনেমায় দেখা যাবে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!