রবি তেজা’র খিলাড়ি’র বিরুদ্ধে আদালতে মামলা
রবি তেজা’র খিলাড়ি’র বিরুদ্ধে আদালতে মামলা
কোনো একটি সিনেমার নাম চাইলেই অন্য কেউ নতুন কোনো সিনেমার জন্য ব্যবহার করতে পারেন না। এর জন্য প্রয়োজন হয় অনুমতির।
টাইটেল রাইটস নামের সিনেমার নামের এ স্বত্ব কখনো কখনো অনেক প্রযোজক বিনামূল্যে মুক্ত করে দেন। অর্থাৎ অন্যরা চাইলে ওই সিনেমার নাম নতুন কোনো সিনেমার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
কিন্তু বেশরভাগ ক্ষেত্রেই একই নাম ব্যবহারের জন্য অনুমতি নিতে হয়। না নিলে বরং আইনি ঝামেলায় পড়তে হয়।
এমনটাই ঘটেছে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া তেলুগু সিনেমা খিলাড়ি'র ক্ষেত্রে। খিলাড়ি নামে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের একটি সুপারহিট হিন্দি সিনেমা রয়েছে।
আর হিন্দি খিলাড়ি'র প্রযোজক রতন জৈন দিল্লির উচ্চ আদালতর তেলুগু খিলাড়ি'র প্রযোজকের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। কারণ তেলুগু প্রযোজক তার কাছ থেকে নাম ব্যবহারের অনুমতি নেননি।
খিলাড়ি সিনেমাটি তেলুগু ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি দেওয়া হয়েছে। রতন জৈন অভিযোগ করেছেন কেবল হিন্দি নয়, তেলুগু ভার্সনটির ক্ষেত্রেও সিনেমাটির নাম 'খিলাড়ি' হতে পারে না।
এর আগে ৮ ফেব্রুয়ারি খিলাড়ি'র ট্রেইলার মুক্তি পায়। রতন জৈন জানিয়েছেন ওই ট্রেইলার দেখেই তিনি প্রথমবারের মতো সিনেমাটি সম্পর্কে জানতে পারেন। তারপরই আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
সূত্র: বলিউড হাঙ্গামা
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!