বড় তারকার জন্য সামনের সারির আসন ছেড়ে দিতে হয়েছিল অভিষেককে
বড় তারকার জন্য সামনের সারির আসন ছেড়ে দিতে হয়েছিল অভিষেককে
অভিষেক বচ্চন |
সম্প্রতি নতুন এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামপূর্ণ অতীতের স্মৃতিচারণ করেছেন অভিষেক বচ্চন।
প্রথম সিনেমা ছিল “রিফিউজি”। এখন পর্যন্ত ৬০টির মতো সিনেমায় অভিনয় করেছেন এ বলিউড অভিনেতা। জানিয়েছেন, অনেক ভালো ভালো সিনেমায় কাজ করার পরও তাকে কিছু সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল।
রোলিং স্টোনস ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এমনও হয়েছে যে তাকে বাদ দেওয়ার পর সেটা জানানোই হয়নি। তিনি শ্যুটিং সেটে গিয়ে দেখেছেন, তার জায়গায় অন্য আরেকজন অভিনয় করছেন। তখন তাকে চুপচাপ সেখান থেকে চলে যেতে হয়েছে।
জুনিয়র বচ্চন বলেন, একবার এক অনুষ্ঠানে তাকে সামনের সারিতে বসতে দেওয়া হয়েছিল। তখন তিনি খানিকটা অবাকই হয়েছিলেন, আবার খুশিও হয়েছিলেন। কিন্তু পরে যখন আরেকজন বড় তারকা অনুষ্ঠানে এলেন তখন তাকে সামনে থেকে উঠে পেছনে গিয়ে বসতে বলা হয়।
তবে তখন এসবে ভেঙে পড়েননি এ অভিনেতা। তিনি জানিয়েছেন এসব অভিজ্ঞতাকে ব্যক্তিগতভাবে নেননি তিনি। তার জানা ছিল এগুলো শোবিজ দুনিয়ার অংশ। পরের দিন আরও বেশি পরিশ্রম করার মনোভাব নিয়ে ঘুমাতে যেতেন তিনি। তবে এও স্বীকার করেছেন, সিনেমা থেকে ছিটকে যাওয়াতে কিছুটা কষ্টতো হয়েই ছিল।
কিছুদিন আগে অভিষেকের নতুন সিনেমা “বব বিশ্বাস” মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!